ঝড়ো হাওয়ায় হাওরে নৌকাডুবি, ৩ জনের মৃত্যু

নেত্রকোণা
স্টার অনলাইন গ্রাফিক্স

নেত্রকোণার ৩ উপজেলায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে হাওরে নৌকাডুবির ঘটনায় ৩ জন মারা গেছেন।

গতকাল শুক্রবার রাতে তারা নিজ নিজ এলাকায় হাওরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। আজ শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হচ্ছেন আটপাড়া উপজেলার কৈলং গ্রামের দিলোয়ার (৩৬), মদন উপজেলার মাঘান নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) এবং মোহনগঞ্জের বানিহারি গ্রামের রাসেল মিয়া (৩০)।

নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও এলাকাবাসী জানান, জেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে শুক্রবার রাতে ঝড়ো হাওয়া বয়ে যায়। ওই সময় ওই ৩ জন নিজ নিজ এলাকায় হাওরে মাছ ধরতে যান। ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে গেলে আটপাড়ার গণেশের হাওরে মারা যান দিলোয়ার। আজ সকালে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

এদিকে মদনের তলার হাওরে নৌকা ডুবে রাত থেকে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহ আজ সকালে উদ্ধার করে এলাকাবাসী। মোহনগঞ্জ ডিঙ্গাপুতা হাওরে নৌকা ডুবে নিখোঁজ রাসেলের মরদেহ আজ দুপুরে এলাকাবাসী উদ্ধার করে।

৩ জনের মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গতকাল সন্ধ্যায় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে বাড়ির পাশের পুকুরে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামের ২ শিশু মারা যায়।

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

11h ago