রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।

আজ সোমবার ভোররাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তুমুল বৃষ্টির মধ্যে ভোররাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেন। এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

'আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago