কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নবম তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০তলা হাসপাতাল ভবনের নবম তলায় আগুন লেগেছে। নয় তলার বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।
এদিকে আগুন লাগার পর হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের উদ্ধার করে নিরাপদে হাসপাতালের নিচে নিয়ে যাওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোগী ও স্বজনরা নিরাপদে আছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই।'
Comments