উত্তরায় লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরায় লরির ধাক্কায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক ডিভিশনের পুলিশ কনস্টেবল কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে তিনি নিহত হন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোররাত ৩টার দিকে টঙ্গী ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল কাজী মাসুদ নিহত হন।'

'গুরুতর আহত অবস্থায় মাসুদকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে, উল্লেখ করে তিনি জানান, বাগেরহাটের বাসিন্দা মাসুদ ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

Comments