মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

মাতুয়াইলে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কোনাপাড়ায় মাতুয়াইল কলেজ রোডে একটি টিনশেড প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সকাল সোয়া ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে জানায়, এই মুহূর্তে আগুন নেভাতে ৬ ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh smash 7 past Turkmenistan

Bangladesh team had reserved their celebration of clinching Asian Cup berth till the last match of the campaign. On Saturday, against Turkmenistan, they celebrated the epic achievement with a resounding 7-0 victory, ending the Asian Cup Qualifiers campaign with an all-win record at the Thuwunna Stadium in Yangon.

2h ago