চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্লাস্টিক কারখানায় আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।'

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

14h ago