শ্যামলীতে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর শ্যামলীতে রাস্তায় থেমে থাকা ট্রাকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— থেমে থাকা ট্রাকচালকের সহকারী রনি ও ধাক্কা দেওয়া ট্রাকের চালক রাজু।

ওই ঘটনায় থেমে থাকা ট্রাকের চালক মো. হাসান গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আছেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ শনিবার আনুমানিক ভোর ৫টার দিকে শ্যামলী এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে গেলে ট্রাক চালক ও সহকারী চাকার ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন। এ সময় সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

চালক রাজুকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রনির অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

No fitness, no route permit

The bus that killed 6 had no valid documents

18m ago