ভোর থেকে ধানমন্ডি-শ্যামলী-মোহাম্মদপুর-মিরপুরে বিদ্যুৎ নেই

প্রতীকী ছবি | সংগৃহীত

ঢাকার সাতমসজিদ ও আগারগাঁও গ্রিড সাবস্টেশন বিকল হয়ে যাওয়ায় ধানমন্ডি, আগারগাঁও, শ্যামলী ও এর আশেপাশের কিছু এলাকায় আজ মঙ্গলবার ভোর থেকেই বিদ্যুৎ নেই।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কল সেন্টারের নির্বাহী মো. শাহীন বলেন, 'বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।'

ধানমন্ডি সাতমসজিদ সড়কের এক বাসিন্দা ডেইলি স্টারকে জানান, আজ ভোর ৫টা ৫০ মিনিট থেকে সেখানে বিদ্যুৎ নেই।

ধানমন্ডি ২৮ নম্বর সড়কের আরেক বাসিন্দা বলেন, 'সরকারি ছুটির দিনে বিদ্যুৎ বিভ্রাট খুবই হতাশাজনক, তাও সকাল থেকে। প্রায় ৬ ঘণ্টা হয়ে গেছে বিদ্যুৎ নেই।'

ইন্দিরা রোডের এক বাসিন্দা জানান, ভোর থেকে তারাও বিদ্যুৎ বিভ্রাটের শিকার।

বার্তাসংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, আমিনবাজারের গ্রিড লাইনও বিকল হয়ে গেছে। ফলে একই সময় থেকে মোহাম্মদপুর ও মিরপুর এলাকাতেও বিদ্যুৎ নেই।

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 demolition continues

An excavator is being used to tear down the structure

12m ago