পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মরিয়ম নওয়াজ

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী
পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: রয়টার্স

আজ পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন হবে। সংশ্লিষ্টদের মতে, পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজই হতে যাচ্ছেন এই প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে পিএমএল-এন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যার ফলে নওয়াজ শরীফের মেয়ে মরিয়মের এই পদে নির্বাচিত না হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই।

শরীফ পরিবারের তিন নেতা মরিয়ম, নওয়াজ ও শেহবাজ। ছবি: রয়টার্স
শরীফ পরিবারের তিন নেতা মরিয়ম, নওয়াজ ও শেহবাজ। ছবি: রয়টার্স

বিজয়ী হলে মরিয়মই হবেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাঞ্জাবের একটি আসন থেকে জয়লাভ করেন মরিয়ম নওয়াজ। কেন্দ্র ও প্রদেশগুলোয় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএল–এনের টানা কয়েক দিনের আলোচনার পর গত সপ্তাহে সরকার গঠন বিষয়ে সমঝোতা হয়। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পিএমএল-এন থেকে মরিয়মকে মনোনয়ন দেওয়া হয়।

আজ পাকিস্তানের স্থানীয় সময়য় সকাল ১১টা থেকে প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন সদ্য নির্বাচিত স্পিকার মালিক আহমাদ খান।

পাঞ্জাব পরিষদে পিএমএল-এন এর সমর্থনে ২২৪ জন অ্যাসেম্বলি সদস্য রয়েছেন।

পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: ডন
পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: ডন

মরিয়মের প্রতিদ্বন্দ্বী হলে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) পক্ষ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা আফতাব আহমাদ খান। তার পক্ষে আছেন ১০৩ জন সদস্য।

মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে ৩২৭ আসনের প্রাদেশিক পরিষদে ১৮৭ সদস্যের সমর্থন প্রয়োজন। .

প্রথম নারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি মরিয়ম হবেন পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শরীফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী। 

ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: ডন
ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: ডন

মরিয়মের আগে পাকিস্তানের রাজনীতিতে সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে আসন পেয়েছেন এই পরিবারের আরও পাঁচ সদস্য। তারা হলেন নওয়াজ শরীফ, শেহবাজ শরীফ, আব্বাস শরীফ, হামজা শেহবাজ ও বেগম কুলসুম নওয়াজ।

সূত্ররা জানিয়েছেন, পিএমএল-এন ইতোমধ্যে মরিয়মের মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করতে শুরু করেছে।

তারা জানান, প্রাদেশিক মন্ত্রিসভায় জোটের মিত্রদলগুলোর সদস্যরাও থাকতে পারেন।

পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: ডন
পিএমএল-এন দলের নেতা মরিয়ম নওয়াজ। ফাইল ছবি: ডন

তারা আরও জানান, প্রাথমিকভাবে মন্ত্রিসভায় মুসলিম লীগের ১৫-২০ জন মন্ত্রী, পিপিপি ও পিএমএল-কিউ থেকে দুই জন করে এবং পরিশেষে, ইসতেখাম-এ-পাকিস্তান পার্টির (আইপিপি) একজন মন্ত্রী থাকবেন।

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago