কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তবে আফগান তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বলেছেন, নিহতের সংখ্যা ২০।
ওস্তাদ ফরিদুন রয়টার্সকে বলেন, 'বোমা হামলাকারীর পরিকল্পনা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করা। কিন্তু তিনি ব্যর্থ হন। আত্মঘাতী এ হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।'
সরকারি সূত্র নিশ্চিত করেছে— ঘটনাস্থলের এমন একটি ছবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অন্তত ৯ জন হতাহতকে পড়ে থাকতে দেখা গেছে। তাদের পাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, আজ স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন বলে উল্লখ করেন তিনি।
তুরস্ক এবং চীনসহ কয়েকটি দেশের এই এলাকায় দূতাবাস আছে।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী মুহাজের ফারাহি এএফপিকে বলেছেন, 'আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চীনা প্রতিনিধিদলের আসার কথা ছিল, কিন্তু বিস্ফোরণের সময় তারা উপস্থিত ছিল কি না জানি না।'
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমাদুল্লাহ মুত্তাকি এএফপিকে বলেছেন, হামলার সময় মন্ত্রণালয়ে কোনো বিদেশি উপস্থিত ছিলেন না।
Comments