দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ৫৯

 দ. কোরিয়ার হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ৫৯
ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবি: এপি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের  ইটাওয়ান এলাকায় হ্যালোইন উৎসবের ভিড়ে পদদলিত হয়ে ৫৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত দেড়শ জন।

ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে রাস্তায় সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকারীরা আটকে পড়াদের বের করে নিয়ে আসছেন। রাস্তার পাশেই অজ্ঞান ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাস্তায় সারি সারি মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।

প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ওই এলাকায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, এলাকাটিতে হ্যালোইনের আগে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল। এ ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

Mosquito control, waste management and Eid cattle market leasing at a standstill

1h ago