জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু

জাপান, তুষারপাত,
ছবি: রয়টার্স

জাপানে গত ১০ দিনের ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের পশ্চিম উপকূলের বেশিরভাগ অংশ এবং হোক্কাইডোতে ভারী তুষারপাত দেখা গেছে।

কিছু কিছু এলাকায় প্রায় ২৪ ঘণ্টায় এক মিটার তুষারপাত হয়েছে। এর মধ্যে ইয়ামাগাতা প্রিফেকচারের ওগুনি শহরও আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ভারী তুষারপাতে রাস্তায় গাড়ি আটকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আপাতত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত তুষারপাতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

ন্যাশনাল ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ। যিনি বরফ পরিষ্কার করার সময় ছাদ থেকে পড়ে যান।

হোক্কাইডোতে সাম্প্রতিক সময়ে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও বেশিরভাগ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে ভারী তুষারপাত হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago