জাপানে ২৫২ কিমি গতির তাইফুন, ৩০ লাখ মানুষকে সরানোর চেষ্টা

তাইফুন
তাইফুন ‘নানমাদোল’র স্যাটেলাইট ইমেজ। ছবি: জাপান আবহাওয়া বিভাগ/এএফপি

জাপানের দক্ষিণপূর্বাঞ্চলে ইয়াকুশিমা দ্বীপ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে রয়েছে শক্তিশালী তাইফুন 'নানমাদোল'। ঝড়ো বাতাসের গতি কখনো ঘণ্টায় ২৫২ কিলোমিটার।

এমন পরিস্থিতিতে প্রায় ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আজ রোববার জাপানি সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য জানায়।

আবহাওয়া বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রবল শক্তিশালী তাইফুন 'নানমাদোল'র কারণে 'বিশেষ সতর্কতা' জারি করা হয়েছে।

এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া গত কয়েক দশকে একবার দেখা যায় উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, কাগোশিমা ও এর পাশের মিয়াজাকি দ্বীপ বিদ্যুৎহীন।

ঝড় কেটে না যাওয়া পর্যন্ত সেসব দ্বীপে ট্রেন, উড়োজাহাজ ও ফেরি চলাচল বন্ধ থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রচণ্ড গতির ঝড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে। এর ফলে 'অনাকাঙ্ক্ষিত' বিপদ দেখা দিতে পারে।

একে 'খুবই ভয়ঙ্কর তাইফুন' হিসেবে উল্লেখ করে স্থানীয় পরিবহন বিভাগের প্রধান রিউতা কুরোরা গতকাল গণমাধ্যমকে বলেন, 'সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।'

তার মতে, 'বাতাসের গতি আরও তীব্র হতে পারে। বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা আছে। বন্যা-ভূমিধস হতে পারে।'

জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কিউশু দ্বীপ থেকে প্রায় ৩০ লাখ মানুষকে সরিয়ে নিতে বলেছে।

আজ সকালে কাগোশিমা দ্বীপ থেকে সাড়ে ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে জানায়।

এখনো পর্যন্ত হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

58m ago