দিল্লিতে ভবন ধসে ৪ জন নিহত

ভারতের দিল্লিতে ভবন ধসে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি চারতলা ভবন ধসে অন্তত চার জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও প্রায় ১০ জন সেখানে আটকা পড়ে আছেন।

উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা জানান, আজ শনিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। ১৪ জনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে চারজন মারা গেছেন। এটি একটি চারতলা ভবন ছিল। উদ্ধার অভিযান চলছে। এখনও ৮-১০ জন ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবন ধসের খবর ভোর ৩টা ২ মিনিটে দয়ালপুর থানায় আসে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল উত্তর-পূর্ব দিল্লির শক্তি বিহারের গলি নম্বর ১-এ যায়। সেখানে গিয়ে দেখা যায় ভবনটি পুরোপুরি ধসে পড়েছে।

এএনআই প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভবনটি ধসে পড়ার মুহূর্ত।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ডিজাসস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং দিল্লি পুলিশ।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago