বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান।

বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, গতরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সেসময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। 

পুলিশ জানায়, বাড়ির বাসিন্দারা জেগে উঠলে ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীকে ধরতে পুলিশের একাধিক দলও গঠন করা হয়েছে।

একজন সিনিয়র আইপিএস অফিসার জানান, সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল কি না তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এ ঘটনার তদন্ত করছে।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নিরাজ উত্তমানি বলেন, 'ভোররাত সাড়ে তিনটার দিকে সাইফকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।'

Comments

The Daily Star  | English
UN fact-finding report on July uprising

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

4h ago