দিল্লির তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস, ভারতের ইতিহাসে সর্বোচ্চ

সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস (১২৬ দশমিক এক ডিগ্রি ফারেনহাইট)।  
তাপপ্রবাহের মধ্যে নয়াদিল্লিতে ঠান্ডা পানীয় বিতরণ করছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
তাপপ্রবাহের মধ্যে নয়াদিল্লিতে ঠান্ডা পানীয় বিতরণ করছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

আজ বুধবার ভারতের রাজধানি নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।  

সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস (১২৬ দশমিক এক ডিগ্রি ফারেনহাইট)।  

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দিল্লি রাজ্যে 'ভয়াবহ মাত্রার তাপদাহ' চলছে।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নয়াদিল্লির শহরতলীর মুঙ্গেশপুর এলাকায়  বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড সৃষ্টি হয়, যা রাজস্থানের মরুভূমির আগের রেকর্ড তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি।

স্টেটসম্যান জানিয়েছে, সোমবারও মুঙ্গেশপুরে সারা দেশের সর্বোচ্চ ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপপ্রবাহের মধ্যে নয়াদিল্লিতে সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
তাপপ্রবাহের মধ্যে নয়াদিল্লিতে সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

এর আগেই তাপদাহের সতর্কবাণী দিয়ে আইএমডি সোমবার জানায়, আগামী কয়েকদিন দিল্লিতে উষ্ণ আবহাওয়া বিরাজ করবে।

আবহাওয়া বিভাগ ভঙ্গুর স্বাস্থ্যের মানুষদের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষত সদ্যজাত শিশু, বয়স্ক মানুষ ও যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন। সংস্থাটি তাপের সংস্পর্শ ও পানিশুন্যতা এড়ানোর পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা বাসিন্দাদের প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছেন। এমন কী, তৃষ্ণা অনুভব না করলেও পানি পান চালিয়ে যেতে বলেছেন তারা। এ ছাড়া প্রচুর পরিমাণে খাওয়ার স্যালাইন ও ঘরে বানানো পানীয় (চালের পানি "তোরানি", লেবুর শরবত, মাঠা ও লাচ্ছি) পান করে পানিশুন্যতা এড়াতে বলেছে আইএমডি।

 

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

10h ago