ভারতে আজ অ্যাপলের প্রথম স্টোর উদ্বোধন করবেন টিম কুক

মুম্বাইয়ে অ্যাপলের রিটেল স্টোরের দরজার বাইরে অপেক্ষমান ভক্তরা। ছবি: রয়টার্স
মুম্বাইয়ে অ্যাপলের রিটেল স্টোরের দরজার বাইরে অপেক্ষমান ভক্তরা। ছবি: রয়টার্স

ভারতে প্রথমবারের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের খুচরো পণ্য বিক্রির 'রিটেল স্টোর' দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার এই স্টোর উদ্বোধন করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের 'রিটেল স্টোর' নিয়ে বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে অ্যাপল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এতে আরও বলা হয়, মুম্বাইয়ে স্টোরের সামনে কয়েক শ মানুষ ভিড় জমিয়েছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে এক নজর দেখার জন্য ভারতের অন্যান্য স্থান থেকে মানুষজন দোকানটির সামনে উপস্থিত হয়েছেন।

আজ ২৮ হাজার বর্গফুট আয়তনের দোকানটির উদ্বোধন করবেন টিম কুক।

আহমেদাবাদ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা আন শাহ (২৩) রয়টার্সকে বলেন, 'এখানে পুরো পরিবেশটাই অন্যরকম। এটা সাধারণ কোনো দোকান থেকে কেনাকাটার অভিজ্ঞতা নয়। (অ্যাপলের সঙ্গে) কোনো তুলনা চলে না।'

এক ভক্ত অ্যাপলের লোগোর মতো করে চুল ছেঁটে লাইনে দাঁড়িয়েছেন। ছবি: রয়টার্স
এক ভক্ত অ্যাপলের লোগোর মতো করে চুল ছেঁটে লাইনে দাঁড়িয়েছেন। ছবি: রয়টার্স

ভারতে এর আগে বেশ কয়েকবার খুচরো পণ্যের স্টোর খুলতে গিয়ে সমস্যায় পড়েছে অ্যাপল। তবে দীর্ঘদিন ধরে ই-কমার্স সাইট ও ২০২০ সাল থেকে চালু হওয়া অনলাইন স্টোরের মাধ্যমে অ্যাপলের পণ্য ভারতে পাওয়া যাচ্ছে।

রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন অভিজাত জিও ওয়ার্ল্ড ড্রাইভ শপিং মলে এই 'রিটেল স্টোর' খোলা হচ্ছে।

ভারতের বাজারের মাত্র ৩ শতাংশ অ্যাপলের দখলে থাকলেও প্রতিষ্ঠানটি সেখানে বড় আকারে বিনিয়োগ করছে। ইতোমধ্যে ভারতে বিশেষ চুক্তির আওতায় আইফোন অ্যাসেম্বলির কাজ করছে তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন ও উইস্ট্রন কর্প। এখানে ভবিষ্যতে আইপ্যাড ও এয়ারপড নির্মাণের পরিকল্পনাও আছে।

আগামী বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় স্টোর খোলার কথা আছে।

 

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

40m ago