তিস্তায় খাল খনন: বাংলাদেশের চিঠির তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেই নয়াদিল্লির

তিস্তা ব্যারেজ প্রকল্প, তিস্তা নদী, পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি, আইনুন নিশাত,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্ট। সংগৃহীত ফাইল ছবি

সেচ ও জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে পানি প্রত্যাহারে খাল খননের পরিকল্পনার ব্যাপারে ঢাকা থেকে নয়াদিল্লিকে যে চিঠি দেওয়া হয়েছে সে ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই বলে জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।

নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে অরিন্দম বাগচী বলেন, 'আমাদের কাছে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া নেই। ওই চিঠির জবাব দেওয়া হয়েছে কি না সে ব্যাপারে আমি জানি না।'

'আমি (বাংলাদেশের) পররাষ্ট্র সচিবের মন্তব্য দেখেছি। এই বিষয়ে আমরা এখনও কোনো বিবৃতি দিইনি,' যোগ করেন তিনি।

সম্প্রতি কলকাতার দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকার তিস্তা নদী থেকে পানি সরিয়ে নিতে দুটি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। এই পানি রাজ্যটির উত্তরাঞ্চলে সেচ ও জলবিদ্যুৎ প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা আছে। এই উদ্যোগের ব্যাপারে ভারতের পররাষ্ট্র দপ্তরে একটি কূটনৈতিক নোট (নোট ভার্বাল) পাঠিয়েছে বাংলাদেশ।

 

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

4h ago