ভারতীয়দের আবার মাস্ক পরার পরামর্শ

ভারতীয়দের আবার মাস্ক পরার পরামর্শ
মাস্ক পরিহিত এক ব্যক্তি ভারতের নয়াদিল্লির টিকা কেন্দ্রে অপেক্ষা করছেন। ৪ মে, ২০২১। ছবি: রয়টার্স

ভারতীয়দের যথাযথভাবে করোনা বিধি-নিষেধ মেনে চলতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসমক্ষে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারাও মানুষকে টিকা নিতে এবং বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এর আগে, সংক্রমণ কমায় চলতি বছরের শুরুর দিকে মাস্ক পরার বিধান শিথিল করেছিল ভারত। তবে, প্রতিবেশী চীনে সংক্রমণ বাড়ায় দেশটি সতর্ক অবস্থান নিয়েছে।

গত কয়েক মাসে ভারতে ৪ জনের বিএফ.৭ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরে গুজরাটে ৩ জন এবং উড়িষ্যায় ১ জনের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। যদিও রোগীরা সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য পার্লামেন্টে বলেন, চীনে সংক্রমণ বাড়লেও ভারতে কমছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন ভ্যারিয়েন্টগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দিয়েছে।

তিনি বিভিন্ন রাজ্যে আসন্ন উৎসবের সময় সামাজিক দূরত্ব এবং অন্যান্য নিয়ম মেনে চলার আহ্বান জানান।

বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী করোনা পরিস্থিতি পর্যালোচনায় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে জনগণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন হাত ধোয়া এবং টিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

25m ago