শীর্ষ ধনীদের সরানো হলো নৌকায়
সাজানো গোছানো বাড়ির দামি গেট দিয়ে জনসাধারণের প্রবেশ নিষেধ হলেও সেখানে নির্দ্বিধায় ঢুকে গেছে বন্যার পানি। একেবারে বিত্তবানদের বেডরুম পর্যন্ত।
বেশি বেতনের করপোরেট নির্বাহী ও ধনী ব্যবসায়ীদের আবাস হিসেবে পরিচিত বেঙ্গালুরুর অভিজাত এলাকা প্লাবিত হওয়ায় সেসব কোটিপতিদের উঠতে হয়েছে নৌকায়।
বেঙ্গালুরুর মূল বাণিজ্যিক কেন্দ্র থেকে ১৩ কিলোমিটার দূরে এপসিলন এলাকা। সেখানে উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজির মতো পুরনো বিলিয়নিয়ার থেকে শুরু করে বাইজু রাভিন্দ্রনের মতো নতুন বিলিয়নিয়ারদের বসবাস।
এমন প্রায় ১৫০ ধনকুবের থাকেন এই এলাকায়। সেই অভিজাত এপসিলন এখন আর সব বন্যা কবলিত এলাকার মতো সুনসান নীরবতা।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এক রাতেই ভারতের শীর্ষ বিত্তবানেরা ভাগ্য বিড়ম্বনায় পড়ে গেছেন।
এতে আরও বলা হয়, গত রোববার রাতে সেই এলাকার বিখ্যাত বাসিন্দাদের নৌকায় উদ্ধার করা হয়েছে। তাদের বিড়ম্বনার এখানেই শেষ নয়। বন্যার কারণে তাদের বাড়িঘরে বিদ্যুৎ ও খাবার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বেঙ্গালুরুর তারকাখচিত হোটেলগুলোয় রুম খালি পাওয়া যাচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, এতে গেল কোটিপতিদের অবস্থা। অবকাঠামো ভেঙে পড়ায় শহরের সাধারণ বাসিন্দাদের অবস্থাও করুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের দুঃখকষ্ট তুলে ধরা হচ্ছে।
Comments