ভারতের হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত ২২, নিখোঁজ ৫

হিমাচল প্রদেশে বেশ কিছু রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস, আকস্মিক বন্যায় একটি পরিবারের ৮ জনসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ শনিবার জানিয়েছেন হিমাচল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুদেশ কুমার মোখতা এ কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মান্ডি, কাংড়া ও চাম্বা জেলা থেকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানান তিনি। মান্ডিতে মানালি-চণ্ডীগড় জাতীয় সড়ক এবং শোগিতে সিমলা-চণ্ডীগঠ মহাসড়কসহ প্রায় ৭৪৩টি রাস্তা যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে।

শুধু মান্ডিতেই ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জন নিহত ও পাঁচজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক অরিন্দম চৌধুরী।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago