চীনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে নিহত ৬ ও নিখোঁজ ৪

চীনের হেইবেই প্রদেশে বন্যাকবলিত মানুষ নৌকায় আশ্রয় নেন। ছবি: রয়টার্স
চীনের হেইবেই প্রদেশে বন্যাকবলিত মানুষ নৌকায় আশ্রয় নেন। ছবি: রয়টার্স

ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুর্যোগে চীনের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ জিলিনে ৬ ব্যক্তি নিহত ও আরও ৪ জন নিখোঁজ হয়েছেন।

আজ রোববার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় ধরে চীনের বিভিন্ন অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনমানুষ ভোগান্তিতে আছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হয়েছে। শুক্রবার বেইজিং জানায়, গত মাসে প্রাকৃতিক দুর্যোগে মোট ১৪৭ জন নিহত ও নিখোঁজ হয়েছেন।

রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জিনহুয়া জানায়, শুলান শহরে ভারী বৃষ্টিপাতের পর আরও ৬ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন।

এ অঞ্চলের মানুষদের জায়গা দিতে ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রায় ১৯ হাজার মানুষকে এখান থেকে সরানো হয়েছে।

চীনের মূল ভূখণ্ডে ডকসুরি টাইফুন আঘাত হানার পর থেকে সারা দেশে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে এ বছরই।

অপ্রত্যাশিত এই বৃষ্টিপাতে দেশটির অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অসংখ্য জেলা পানিতে নিমজ্জিত হয়েছে। উদ্ধার কাজের সঙ্গে নিযুক্ত সংস্থাগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।

চীনের কর্মকর্তারা জানান, হেবেই প্রদেশের এক শহরে অন্তত ১০ বন্যাকবলিত ব্যক্তি নিহত হয়েছেন। এই অঞ্চল থেকে ১৫ লাখ মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রাজধানী বেইজিং এ রোববার দুপুর পর্যন্ত 'রেড অ্যালার্ট' প্রযোজ্য ছিল।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

1h ago