চীনে বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস ট্যাংকে বিস্ফোরণে নিহত ৩১

চীনের বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
চীনের বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

চীনের উত্তর-পশ্চিম অঞ্চলের নিনজিয়া প্রদেশের একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

নিনজিয়া প্রদেশের রাজধানী ইনচুয়ানের বারবিকিউ রেস্তোরাঁর একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাংকে ছিদ্র থাকার কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

দগ্ধ হয়ে এবং ভাঙা কাঁচের টুকরার আঘাতে আহত হয়ে ৭ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইতোমধ্যে রেস্তোরাঁ মালিক সহ ৯ জনকে পুলিশ আটক করেছে।

রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলে সিসিটিভি জানায়, 'আইন অনুযায়ী গণনিরাপত্তা সংস্থা ৯ জনকে আটক করেছে, যাদের মধ্যে আছে বারবিকিউ রেস্তোরাঁর মালিক, অংশীদার ও কর্মী। সাময়িকভাবে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।'

এ ঘটনার প্রতিক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কর্তৃপক্ষকে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোতে নিরাপত্তা ব্যবস্থার যাচাই-বাছাই প্রক্রিয়াকে আরও বলিষ্ঠ করতে হবে। 

বহু বছর ধরে চীনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার  চেষ্টা সত্ত্বেও প্রায়ই গ্যাস ও রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ ২০১৫ সালে উত্তরাঞ্চলের বন্দর নগরী তিয়ানজিনে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় ১৭৩ জন নিহত হন।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

7h ago