৩৫ বছরে সময় প্রকাশন

ছবি: সংগৃহীত

৩৫ বছরে পদার্পণ করেছে প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। এর ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে ৩৫ দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় তারুণ্যের ভাবনা, একাধিক প্রজন্মের মতবিনিময়ের।

গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানটির মুখ্য শ্রোতা ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক আনিসুল হক।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তরুণদের বইপড়া নিয়ে তাদের ভাবনা বিনিময় করেন। বেশ কয়েকজন লেখকও অংশ নেন আলোচনায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ।

মুহম্মদ জাফর ইকবাল তরুণদের উদ্দেশে বলেন, 'তোমরা বেশি বেশি বই পড়বে। তা না হলে আমাদের মতো বয়সে গিয়ে আফসোস করবে কেন আরও বেশি করে বই পড়লাম না। বই পড়ার চেয়ে আনন্দের কাজ আর কিছু নেই। আমাদের সবার প্রিয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বই পড়ার যে কাজটি করে যাচ্ছেন, এটি বিশাল একটি কাজ।'

আনিসুল হক বলেন, 'তরুণরা যত বই পড়বে তত বেশি উপকৃত হবে দেশ, সমাজ ও পরিবার।'

লেখক ও মনোচিকিৎসক মোহিত কামাল বলেন, 'সময় প্রকাশনের কাছে আমি কৃতজ্ঞ। আমার জীবনের প্রথম বইটি সময় থেকে প্রকাশিত হয়েছিল।'

প্রকাশক ফরিদ আহমেদ বলেন, 'সময় প্রকাশন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং আত্মজাগরণে বই কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন স্কুলে বই বিতরণের মাধ্যমে।'

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

1h ago