শিশু-কিশোর

টুথব্রাশ কেনার আগে যা যা মনে রাখবে

আমরা সবাই দাঁত পরিষ্কার করি। আর এজন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টুথব্রাশ। তোমরা নিশ্চয়ই জানো একটি ভাল টুথব্রাশ মুখের স্বাস্থ্যের ভিত্তি গঠন করে। তবে, টুথব্রাশ কেনার আগে কখনো কি ভেবেছে কেমন ব্রাশ কেনা উচিত?

হয়তো ভাবনি। কারণ অনেকেই টুথব্রাশ কেনার আগে এর উপাদান, নকশা এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করে না। কিন্তু, বিশেষজ্ঞরা কিন্তু এটাকে ভালো অভ্যাস বলছেন না। তারা বলছেন, এই অভ্যাসকে অবশ্যই দূর করতে হবে। ভারতীয় ডেন্টিস্ট ডা. দীক্ষা তাহিলরামানি বাত্রা টুথব্রাশ নির্বাচনে কিছু জিনিস মনে রাখার পরামর্শ দিয়েছেন। তোমাদের জন্য সেই কথাগুলোই তুলে ধরা হলো। যেন তোমরাও টুথব্রাশ কেনার সময় এগুলো মাথায় রাখতে পারো।

উপাদান, আকৃতি, এবং টেক্সচার

টুথব্রাশের ব্রিসলস সাধারণত নাইলন দিয়ে তৈরি করা হয়। তবে, ব্রাশ কেনার আগে তোমাকে নিশ্চিত হতে হবে এটি যেন নরম এবং কোমল হয়। ব্রাশের আকৃতি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই তুমি ক্রিস-ক্রস অ্যাকশন ও সরাসরি ডিজাইনের মতো একাধিক বিকল্প বেছে নিতে পারো। কিন্তু, ব্রিসলস নরম না হলে দাঁতের ক্ষয় এবং টিয়ার বাড়তে পারে।

ব্রাশ হেড

ব্রাশ কেনার আগে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাশের হেড দেখতে হবে। অবশ্যই এটি বিবেচনা করা উচিত। টুথব্রাশের মাথা ছোট এবং মসৃণ হতে হবে। তাহলে এটি মুখের পিছনের অঞ্চলে সহজে প্রবেশ করতে পারে। এছাড়াও, ব্রাশ হ্যান্ডেলের গ্রিপটি ভালো কিনা তা নিশ্চিত হতে হবে।

অন্যান্য বৈশিষ্ট্য

আজকাল ব্রাশে অতিরিক্ত কিছু বিষয় যোগ করা হয়। যা দিয়ে তুমি তোমার মাড়ি এবং জিহ্বা পরিষ্কার করতে পারবে। তবে, আবারও বলছি সংবেদনশীল দাঁতের জন্য নরম ব্রিসলসের টুথব্রাশ বাছাই করতে ভুলবে না।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago