শিল্পকলা একাডেমিতে হয়ে গেল ‘মাইম’ বিষয়ক কর্মশালা

অনুষ্ঠিত কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন মূকাভিনেতা মীর লোকমান।

শিল্পকলা একাডেমির আয়োজনে সাত দিনের 'মাইম' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল ৫টায় একাডেমির স্টুডিও থিয়েটার হলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন মূকাভিনেতা মীর লোকমান।

প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। সভাপতিত্ব করেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নূরুর রহমান। 

এসময় কোর্স কো-অর্ডিনেটর কামরুন নাহার, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, অর্থ হিসাব ও পরিকল্পনা উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ এবং কর্মশালার কোর্স সমন্বয়কারী ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর (নাট্যকলা) আইরিন পারভীন লোপা উপস্থিত ছিলেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রযোজনাভিত্তিক মাইম প্রদর্শন করেন প্রশিক্ষণার্থীরা।

Comments