পঞ্চম আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা শুরু

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে পঞ্চমবারের মত  'আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৪'র আয়োজন করা হয়েছে।

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতা আজ শনিবার থেকে শুরু হয়ে আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে।

'ফুড কনফারেন্স' ও 'শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু'—এ ২ বইয়ের যেকোনো একটির রিভিউ একজন প্রতিযোগীকে লিখতে হবে।

প্রতিযোগিতার ২টি শাখায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৪ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা সমমূল্যের বই।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী একটি বিভাগে অংশ নিতে পারবেন। প্রতিযোগীকে অবশ্যই ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। আগের কোনো বিজয়ী এতে অংশ নিতে পারবেন না। 

একজন প্রতিযোগী তার নূন্যতম ১২০০ থেকে ১৫০০ শব্দের অপ্রকাশিত রিভিউটি #AbulMansurAhmad ফেসবুক পেজে পোস্ট করার পাশাপাশি নিজের টাইমলাইনে পোস্ট করে হ্যাশট্যাগ দেবেন #আবুলমনসুরআহমদ #বুকরিভিউপ্রতিযোগিতা ২০২৪।

এ ছাড়া, লেখা সুতন্নিএমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ইমেলে (amatrust2015@gmail.com) বা ইমরান মাহফুজ, সমন্বয়ক, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভেনিউ, ঢাকা—ঠিকানায় পাঠাতে পারবেন।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago