সাশ্রয়ী মূল্যে কেনাকাটায় উত্তরার হিমালয় বঙ্গ বাজার

উত্তরার হিমালয় বঙ্গ বাজার
ছবি: শাদাব শাহরুখ হাই

উত্তরাবাসীদের জন্য বঙ্গবাজারের আদলে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে 'হিমালয় বঙ্গ বাজার' নামের এক বাজার। এই প্রাণবন্ত বাজারটিকে ফ্যাশন এবং জুতার সাম্রাজ্য বলা যায়, যেখানে স্টাইল ও সৃজনশীলতার একটি অপূর্ব সংমিশ্রণ চোখে পড়ে। গুলিস্তানের বঙ্গবাজারের মতোই এই বাজারে সাশ্রয়ী মূল্যের মধ্যে বৈচিত্র্যময় নানা ধরনের সামগ্রী পাওয়া যায়।

মানসম্মত পোশাকের সাম্রাজ্য

এখানে পা রাখার সঙ্গে সঙ্গে চোখে পড়বে নারীদের কাপড়ের বিশাল সংগ্রহ। রপ্তানিযোগ্য গার্মেন্টসের কাপড় যেমন ব্লাউজ, টি-শার্ট, ট্যাংক টপস, পালাজ্জো, স্কার্ট- এসব অনায়েসেই পেয়ে যাবেন এখানে।

যদি আপনি ভিন্ন রকম কিছুর সন্ধানে থাকেন তবে এখানকার দোকানগুলোতে সেকেন্ড হ্যান্ড জিন্স, লেগিংস, আরামদায়ক কার্ডিগান, স্টাইলিশ ডেনিম, কুর্তি, সোয়েটশার্ট এবং জগার - এসব দেখতে পারেন। বেশ কম দামে আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে ওয়ার্ক আউট টপস, ইয়োগা প্যান্ট সবই পেয়ে যাবেন এখানে।

উত্তরা
ছবি: শাদাব শাহরুখ হাই

তবে ছেলেদের জন্য এখানে খুব বেশি জিনিস পাওয়া যায় না। শুধু অল্প কিছু দোকানেই ছেলেদের জামাকাপড় যেমন ডেনিম প্যান্ট ও রেডিমেড ট্রাউজার পাওয়া যায়। গুলিস্তানের বঙ্গবাজারের মতো এই বাজারে সব ধরনের কাপড়ের জন্য আলাদা আলাদা ভাগ নেই। এখানে মূলত মহিলা ও শিশুদের পোশাকের দোকান বেশি দেখা যায়, সঙ্গে আছে কিছু জুতার দোকান ও ছেলেদের পোশাকের দোকান।

বাচ্চাদের জন্য সুন্দর সব পোশাক পেয়ে যাবেন এই বাজারে। বাচ্চাদের টি-শার্ট, হাফপ্যান্ট ছাড়াও এখানে পেয়ে যাবেন ছোট ছোট ডেনিমের পোশাকও। রপ্তানিযোগ্য ভালো মানের পোশাকের জন্য চলে যেতে পারেন এই বাজারে।

অর্ধেক দামে পোশাক

গুলিস্তান বঙ্গবাজারের মতো হিমালয় বঙ্গ বাজারে কম দামের মধ্যে পেয়ে যাবেন খুব ভালো মানের পোশাক। সম্প্রতি বাজারে মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখানে বেশ কম দামে ভালো মানের জিনিস পাওয়া যায়। এখানে ১৫০ টাকার মধ্যেই বেশ স্টাইলিশ টি-শার্ট পেয়ে যাবেন আর ২০০-৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ট্রেন্ডি ট্যাংক টপ। এক জোড়া সুন্দর ডেনিমের জন্য আপনাকে ৮০০ টাকার বেশি খরচ করতে হবে না।

এই বাজারের একজন বিক্রেতা, ২২ বছর বয়সী শাহজালাল বলেন, 'আমার দোকানের কোনোকিছুর দামই ৫০০ টাকার বেশি না। তাই যেসব ক্রেতা দাম নিয়ে বেশি সচেতন তারাই মূলত এখানে বেশি আসেন। আমাদের বেশিরভাগ ক্রেতা আসেন উত্তরা এবং টঙ্গী থেকে। তবে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের অনেক যাত্রী কেনাকাটা করার জন্য এখানে থামেন।'

উত্তরায় পোশাকের ভাণ্ডার

৪০ বছর বয়সী মোহাম্মদ নাজিম এখানকার একটি দোকানের মালিক, যেখানে মূলত বাচ্চাদের ফ্রক পাওয়া যায়। তিনি গত দশকে হিমালয় বঙ্গ বাজারের গড়ে ওঠা দেখেছেন।

বঙ্গ বাজার নামকরণের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'যেহেতু গুলিস্তান বঙ্গ বাজার এখান থেকে অনেক দূরে, তাই আমরা মূলত এখানকার স্থানীয় মানুষের কথা চিন্তা করে তারা যেন কম দামে সেকেন্ড হ্যান্ড বা বাতিল গার্মেন্টস পণ্য কিনতে পারেন সেজন্য এই বাজার শুরু করি। এভাবেই এর নাম হয় হিমালয় বঙ্গ বাজার।'

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর উত্তরা ভবনের নিচ তলায় এই বাজার অবস্থিত। অভিজ্ঞ বিক্রেতারা বলেন, 'হিমালয় বঙ্গ বাজার ও গুলিস্তান বঙ্গ বাজারের মূল পার্থক্য হলো এর আকার। হিমালয় বঙ্গবাজার অপেক্ষাকৃত ছোট এবং এখানে ২০টিরও কম দোকান রয়েছে। ছোট হলেও অনেক ক্রেতারা এখানে বাজার করতে আসেন।'

বুধবার ছাড়া বাকি ৬ দিন এই বাজার খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজমপুর বাসস্ট্যান্ড ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের মাঝে অবস্থিত এই মার্কেটটি খুব সহজেই খুঁজে পাওয়া যায়। কিছু স্টাইলিশ পোশাক কিনতে চাইলে হিমালয় বঙ্গ বাজার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য!

অনুবাদ করেছেন সৈয়দা সুবাহ আলম

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago