কাশ্মিরি মাটন
মাটন রান্না করুন ভিন্ন স্বাদে। কাশ্মিরি মাটন খেতে সুস্বাদু, আর রান্নার পর দেখতেও দারুণ লাগে।
উপকরণ
খাসির মাংস আধা কেজি, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, কাশ্মিরি লাল মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ঘি পরিমাণমতো, দুধ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম মসলা ও জিরা গুঁড়ো আধা চা চামচ করে, মাংসের রেডি মসলা ১ চা চামচ, ধনেপাতা অল্প, পানি প্রয়োজনমতো।
প্রণালি
টক দই ও রেডি মসলা মাংসে মেখে ঘণ্টা দুয়েক রাখুন। হাঁড়িতে ঘি গরম করে মসলা সব দিয়ে কষান। কষানো মসলায় মাখানো মাংস দিন। এবার বাদাম বাটা, পোস্ত বাটা দিয়ে নাড়ুন। মাংস সেদ্ধ হয়ে এলে দুধ মিশিয়ে নেড়ে নামিয়ে নিন। ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন।
Comments