শারদীয় উৎসবে লুবনানের পাঞ্জাবি

ছবি: সংগৃহীত

শরতের আগমনে সূর্যের আলোর সঙ্গে মেঘ আর রোদের লুকোচুরি খেলায় মত্ত প্রকৃতি। আর প্রকৃতির এই মনোরম দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে  মহাসমারোহে আগমন ঘটেছে শারদীয় দুর্গাপূজার। 

দেশীয় ঐতিহ্য-সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লুবনান। 

শারদীয় উৎসবে ছেলেদের পোশাক হিসেবে পাঞ্জাবি প্রধান আকর্ষণ। পারিবারিক আয়োজন, উৎসবে পাঞ্জাবি খুব মানানসই পোশাক। 

গলায় ও হাতে কিংবা পুরো পাঞ্জাবিতে ম্যাচিং সুতা আর সিকুয়েন্সের কাজ করা পাঞ্জাবির আধিপত্য লক্ষণীয়। দিনের বেলায় গরমের জন্য হালকা ডিজাইন করা পাঞ্জাবি বেছে নিতে পারেন। সঙ্গে পায়জামা অথবা জিন্স বেছে নিতে পারেন। 

অষ্টমী থেকে নবমীর দিনগুলোয় বিকেল বেলার দাওয়াতে পাঞ্জাবির সঙ্গে একটি কটি ব্যবহার করতে পারেন। আপনাকে দেখতে গর্জিয়াস লাগবে। 

সাদা রংয়ের পাঞ্জাবিও ট্রাই করতে পারেন। সাদা পাঞ্জাবি মনেপ্রাণে আনবে শুভ্রতা, লুবনানের সঙ্গে আপনার এই শারদীয় উৎসব হোক অনন্য। 

মননে ধারণ করি বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পাঞ্জাবি।

Comments