ইসরায়েলি হাসপাতালে হামলা, ‘জবাব’ দিতে হবে খামেনিকে

তেল আবিবের কাছে অবস্থিত সোরেকা হাসপাতালে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ছবি: এএফপি
তেল আবিবের কাছে অবস্থিত সোরেকা হাসপাতালে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ছবি: এএফপি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বে'র শেভায় অবস্থিত সোরেকা হাসপাতালে হামলা চালিয়েছে ইরান, এমন দাবি করেছে ইসরায়েল।  

এই হামলার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ ।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সোরেকা হাসপাতাল ক্ষতিগ্রস্থ হয়। এই হামলায় অন্তত ৪৭ জন আহত সহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'হাসপাতালে হামলার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে জবাব দিতে হবে।'

ইরানের ওই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবেও আখ্যা দেন তিনি।

এই হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি যৌথভাবে সামরিক বাহিনীকে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তু ও তেহরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: এএফপি
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: এএফপি

ক্যাটজ আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি দূর করা ও খামেনির শাসন ব্যবস্থার ভিত কাপাতে ব্যাপক হামলা চালানো হবে।

ইরান জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ওই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর ঘাঁটি, হাসপাতাল নয়।

ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম ইরনা জানায়, 'হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনার নিয়ন্ত্রণ ও গোয়েন্দা ঘাঁটি (আইডিএফ সি৪১) ও গাভ ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সেনাবাহিনীর গোয়েন্দা শিবির। গোয়েন্দা শিবিরের একেবারে কাছে সোরোকা হাসপাতালের অবস্থান।'

সংবাদমাধ্যমটি দাবি করে, হাসপাতালে সরাসরি হামলা হয়নি, এটি শুধু 'বিস্ফোরনের দমকের সামনে পড়েছে'। 'সরাসরি ও সুনিদৃষ্ট লক্ষ্য' ছিল সামরিক অবকাঠামো।

এদিকে ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি, রামাত গান ও হলন শহরেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

হামলার পর বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

25m ago