'ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে'

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: এএফপি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: এএফপি

আজ ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি 'ভয়াবহ পরিণামের' হুশিয়ারি দিয়েছেন।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, 'এই অপরাধের মাধ্যমে (ইসরায়েলের) জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেওয়া হবে।'

তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, 'জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।'

বক্তব্যের শুরুতে খামেনি বলেন, 'মহান ইরান জাতির উদ্দেশ্যে বলছি! জায়নবাদিরা তাদের অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত হয়েছে।'

'তাদের উচিত কড়া জবাবের অপেক্ষায় থাকা', যোগ করেন তিনি।

খামেনি জানান, 'এই হামলায় বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে তাদের উত্তরসূরিরা অবিলম্বে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিতে দায়িত্বভার গ্রহণ করবেন।'

এর আগে, ইরানের সশস্ত্রবাহিনীও ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি এক বিবৃতিতে বলেন, 'নিশ্চিতভাবেই, সশস্ত্র বাহিনী জায়নবাদিদের হামলার জবাব দেবে।'

তিনি আরও বলেন, 'ইসরায়েলকে কড়া মূল্য চুকাতে হবে এবং তাদের উচিত ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে শক্তিশালী পাল্টা জবাবের অপেক্ষায় থাকা।'

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালানো হয়েছে।

এই হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। অনেক বেসামরিক মানুষ নিহতের তথ্যও জানা গেছে।

ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধনকেন্দ্রও অন্তর্ভুক্ত।

আগে রেকর্ড করে রাখা ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'আমরা ইসরায়েলের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছি।'

তিনি বলেন, পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত ইরানের বিজ্ঞানী, দেশটির ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাতাঞ্জ ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে এই সামরিক অভিযান শুরু হয়েছে।

এই অভিযান বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে আভাস দেন নেতানিয়াহু।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

30m ago