গ্রেটাকে দেশে ফেরত, ইসরায়েলে আটক থাকছেন তার ৫ সহযাত্রী

ফ্রান্সে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে গ্রেটা থুনবার্গ। ছবি: রয়টার্স

ত্রাণবাহী জাহাজসহ ইসরায়েলের কাছে আটক হওয়ার পর পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে ফ্রান্স হয়ে তার দেশ সুইডেনগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

এএফপি জানায়, গাজামুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা ১২ জন মানবাধিকারকর্মীর মধ্যে পাঁচ ফরাসিকে আটক রেখেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তারা স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে অস্বীকৃতি জানানোয় তাদের আটক রাখা হয়েছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক জলসীমা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের দখল নেয় ইসরায়েলি বাহিনী। জাহাজটিকে পরবর্তীতে ইসরায়েলের আশদাদ বন্দরে এবং আটক মানবাধিকারকর্মীদের তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

ম্যাডলিনে থাকা ছয় ফরাসি কর্মীর বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো জানান, তাদের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ত্যাগে সম্মত হয়েছেন, বাকি পাঁচজনকে জোরপূর্বক পাঠানো হবে।

তবে ম্যাডলিন জাহাজ ও এতে থাকা ত্রাণ সামগ্রীর কী হয়েছে, তা এখনো জানা যায়নি।

ম্যাডলিনে ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, তুর্কি, সুইডিশ, স্প্যানিশ ও ডাচ মানবাধিকারকর্মীরা ছিলেন। ইতালি থেকে তাদের এই দীর্ঘ নৌযাত্রার উদ্দেশ্য ছিল ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

গত মে মাসে গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার আরেকটি ত্রাণবাহী জাহাজ মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

30m ago