পাহেলগাম হামলা: পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি স্থগিত, আরও যেসব সিদ্ধান্ত নিলো ভারত

ছবি: ডন

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত।

বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নয়াদিল্লি আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন, তাদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।

আটারি-ওয়াঘা আত্তারি সীমান্ত চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে; সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের আওতায় যেসব পাকিস্তানি ভারতে অবস্থান করছেন, তাদের দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, যেখানে অন্যরা ১ মের মধ্যে ফিরতে পারবেন; ভারতে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা কর্মীদের দেশ ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং হাইকমিশনগুলোতে কর্মী সংখ্যাও কমানো হবে।

এদিন এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ভারতের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) বুধবার এই ঘটনা নিয়ে একটি বৈঠক করেছে।

সে সময় সন্ত্রাসী হামলার আন্তঃসীমান্ত যোগসূত্র তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয় যে, এই হামলা কেন্দ্রশাসিত অঞ্চলে সফল নির্বাচন অনুষ্ঠান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের দিকে এর স্থিতিশীল অগ্রগতির পটভূমিতে ঘটেছে। এই সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে: ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অবিলম্বে স্থগিত হবে। পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসে সমর্থন বন্ধ না করা পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে।

সিন্ধু জলচুক্তি হলো পাকিস্তান ও ভারতের মধ্যে পানি ভাগাভাগির একটি চুক্তি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি সিন্ধু নদ অববাহিকার পানি দুই দেশের মধ্যে বণ্টন করে। উদ্ভূত যেকোনো সমস্যার সমাধানে ভারত-পাকিস্তান সিন্ধু কমিশন গঠিত হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার দায় পুরোপুরি পাকিস্তানের ওপর চাপানো হয়েছে।

অন্যদিকে দায় অস্বীকার করেছে ইসলামাবাদ।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

3h ago