মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ। ছবি: রয়টার্স
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ নামে পরিচিত) পরিচালক ও উপ-পরিচালককে বরখাস্ত করেছে দেশটির প্রশাসন।

আজ শুক্রবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয় এই তথ্য জানিয়েছে সিএনএন। 

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর থেকেই মার্কিন গোয়েন্দা বিভাগের শীর্ষ পদগুলোতে বড় আকারে রদবদল অব্যাহত রয়েছে। এই ধারায় আজ বরখাস্ত হলেন শক্তিশালী সাইবার গোয়েন্দা বিভাগটির পরিচালক জেনারেল টিমোথি হফ ও তার সহকারী ওয়েন্ডি নোবেল।

সামরিক বাহিনীর সাইবার হামলা ও সুরক্ষা ইউনিটের নেতৃত্বেও ছিলেন টিমোথি, যা ইউএস সাইবার কমান্ড নামে পরিচিত।

এই দুই গোয়েন্দা প্রধানের বরখাস্তের বিষয়টি সিএনএনকে একাধিক সিনেটর, হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য ও সাবেক কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সিনেট ও হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর মার্ক ওয়ার্নার ও প্রতিনিধি পরিষদের সদস্য জিম হাইমস টিমোথিকে বরখাস্তের নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে তারা বিবৃতির মাধ্যমে নিন্দা জানান।

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এই পদে ছিলেন টিমোথি।

টিমোথি ও ওয়েন্ডিকে বরখাস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুই সাবেক কর্মকর্তা জানান, সাইবার কমান্ডের ডেপুটি ও অভিজ্ঞ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম হার্টম্যান ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ চালাবেন।

সাইবার কমান্ড ও এনএসএর সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। তবে প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে সক্ষম হয়নি সিএনএন।

পরবর্তীতে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে মন্তব্যের অনুরোধ জানায় সংবাদ মাধ্যমটি।

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ওয়েন্ডি নোবেল। ছবি: রয়টার্স
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ওয়েন্ডি নোবেল। ছবি: রয়টার্স

মার্কিন সরকারের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা-গুপ্তচর নেটওয়ার্কের অন্যতম এনএসএ। এই সংস্থার কোডব্রেকার ও কম্পিউটার বিশেষজ্ঞরা সারা বিশ্বে গোয়েন্দা অভিযান পরিচালনা করে প্রেসিডেন্ট ও তার শীর্ষ উপদেষ্টাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করেন।

এক দশকেরও বেশি সময় আগে সাইবারস্পেসে বিদেশি শক্তির ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সাইবার কমান্ড প্রতিষ্ঠা করা হয়। বিশ্লেষকদের মতে, এই সংস্থাটি গত কয়েক বছরে অনেকটাই পরিপক্বতা অর্জন করেছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রেনে বার্টন দুই দশকেরও বেশি এনএসএ'র কর্মী ছিলেন। তিনি গোয়েন্দা প্রধান ও তার সহকারী বরখাস্তের বিষয়টিকে 'উদ্বেগজনক' বলে অভিহিত করেন।

বার্টন সিএনএনকে বলেন, 'এনএসএর কাজগুলো বিস্তৃত ও অত্যন্ত জটিল।'

'টিমোথি ও ওয়েন্ডি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্থার কার্যক্রম দেখভাল করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও নির্ভরযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। তাদের বিকল্প খুঁজে বের করা সহজ হবে না এবং এ বিষয়ে কোনো ধরনের বিঘ্ন আসলে তা আমাদের দেশকে নতুন ঝুঁকির দিকে ঠেলে দেবে', যোগ করেন তিনি।

ফেব্রুয়ারিতে এক নজিরবিহীন উদ্যোগে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনেন ট্রাম্প। প্রায় একইসঙ্গে মার্কিন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান বরখাস্ত হন।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago