কাজের যৌক্তিকতা প্রমাণ করতে না পারলে সরকারি কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মাস্কের

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: এএফপি
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, দেশটির সব সরকারি কর্মচারী-কর্মকর্তাকে তাদের কাজের যৌক্তিকতা প্রমাণ করতে হবে। এটা করতে না পারলে তারা চাকরি হারাবেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে সরকারি খরচ কমানোর উদ্যোগে 'আরও আগ্রাসী' হওয়ার আহ্বান জানানোর পর তিনি এই বক্তব্য দেন।

গত মাসে শপথ নেওয়ার পর থেকেই সরকারি কর্মী ছাঁটাইয়ের অভিযানে নেমেছেন ট্রাম্প আর এতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন মাস্ক। শপথ নিয়ে মাস্ককে নবগঠিত সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন ট্রাম্প এবং সংস্থাটির মূল লক্ষ্য হিসেবে সরকারি ব্যয় সংকোচনকে নির্ধারণ করে দেন।

মাস্ক জানান, 'গত সপ্তাহে কে কি কাজ করেছেন, সেটা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের সব কর্মকর্তার কাছে শিগগির একটি ইমেইল পাঠানো হবে।'

মাস্ক সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন, এই ইমেইলের জবাব না দেওয়াকে 'পদত্যাগ' হিসেবে বিবেচনা করা হবে। 

এএফপি এ ধরনের একটি ইমেইলের কপি সংগ্রহ করেছে।

গত সপ্তাহের পাঁচ অর্জন

এই ইমেইলে সরকারি কর্মকর্তাদের বুলেট পয়েন্টের মাধ্যমে গত সপ্তাহের 'পাঁচটি অর্জন' লিখে জানাতে বলা হয়েছে।

সিয়াটলে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: এএফপি
সিয়াটলে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: এএফপি

ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) দপ্তর থেকে এই ইমেইল পাঠানো হয়। মেইলের সাবজেক্টে লেখা ছিল 'গত সপ্তাহে আপনি কি করেছেন?'। সোমবার স্থানীয় সময় রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে এই ইমেইলের উত্তর দিতে বলা হয়েছে।

তবে ইমেইলে কোথাও লেখা হয়নি যে জবাব না পাঠালে চাকরি হারাতে হবে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় মন্তব্যের জন্য ওপিএমের সঙ্গে যোগাযোগ করে এএফপি। তবে এতে সাড়া দেয়নি সরকারী মানবসম্পদ বিভাগটি।

কর্মী ইউনিয়নের নিন্দা

কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সবচেয়ে বড় ইউনিয়নের নাম দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িস (এএফজিই)। এই সংগঠনটি সরকারী কর্মকর্তাদেরকে বেআইনিভাবে ছাঁটাই করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের অঙ্গীকার করেছে। সংগঠনের ন্যাশনাল প্রেসিডেন্ট এভারেট কেলির এক বিবৃতিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িসের ন্যাশনাল প্রেসিডেন্ট এভারেট কেলি। ছবি: সংগৃহীত
দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িসের ন্যাশনাল প্রেসিডেন্ট এভারেট কেলি। ছবি: সংগৃহীত

কেলি মাস্ক ও ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এই উদ্যোগে প্রমাণ হয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ও মার্কিন জনগণের জন্য তারা যে জরুরি সেবাগুলো দিয়ে থাকেন, সেগুলোর প্রতি তাদের চরম বিতৃষ্ণা রয়েছে।

'হাজারো সাবেক সেনা কর্মকর্তা, যারা দ্বিতীয়বারের মতো দেশের সেবা করতে বেসামরিক পোশাকে সরকারি সেবা দিচ্ছেন, তাদেরকে এভাবে নিজ নিজ দায়িত্ব-কর্তব্যের যৌক্তিকতা প্রমাণ করতে বাধ্য করার বিষয়টি খুবই নির্মম ও অপমানজনক, বিশেষত নির্দেশটি যখন এমন এক ব্যক্তির কাছ থেকে আসছে যিনি বাস্তবতা বিবর্জিত, সুবিধাপ্রাপ্ত, অনির্বাচিত ধনকুবের, যিনি তার সারা জীবনে এক ঘণ্টাও সততার সংগে সরকারী সেবায় নিজেকে নিয়োজিত করেননি।'

বেশ কয়েকজন সরকারী কর্মী এএফপিকে জানান, তাদের এজেন্সি থেকে এই ইমেইলের উত্তর না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

মাস্কের অবস্থান বদল

পরবর্তীতে মাস্ক তার কড়া অবস্থান থেকে খানিকটা সরে এসে এক্সে পোস্ট করেন। এবার তিনি বলেন, 'উত্তর দেওয়ার মানদণ্ড 'খুবই সহজ'।

'অর্থপূর্ণ বাক্য সম্বলিত কয়েকটি বুলেট পয়েন্ট লিখে পাঠালেই চলবে', যোগ করেন তিনি।

এ বিষয়ে সর্বশেষ বার্তায় তিনি বলেছেন , ইতোমধ্যে অনেক কর্মকর্তা ইমেইলের জবাব দিয়েছেন। তাদেরকে 'পদোন্নতি' দেওয়ার কথা বিবেচনায় নেওয়া উচিত। 

আরও আগ্রাসী হওয়ার নির্দেশনা 

ট্রাম্প শনিবার দিনের প্রথমভাগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে বলেন, মাস্ক 'খুব ভালো কাজ করছেন, কিন্তু আমি চাই তিনি আরও আগ্রাসী হয়ে উঠুক।'

'মনে রাখবেন, দেশকে বাঁচাতে হবে', যোগ করেন রিপাবলিকান নেতা।

মাস্ক এ সপ্তাহে জানান, তিনি ততদিন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কাজ করবেন যতদিন 'তার উদ্যোগ কাজে আসবে'।

ট্রাম্প শনিবার রক্ষণশীল অধিকারকর্মীদের সঙ্গে এক বৈঠকে বলেন, 'ইলন দারুণ কাজ করছেন।'

তিনি 'সবচেয়ে উদ্বেগজনক' কিছু কারচুপি চিহ্নিত করেছেন, দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

'আমরা ইলনকে ভালোবাসি, তাই নয় কি? তিনি একজন উল্লেখযোগ্য মানুষ। মানুষ আমাকে জিজ্ঞাসা করে, তার আনুষ্ঠানিক পদমর্যাদা কি? আমি জবাবে বলি, "দেশপ্রেমিক" তিনি', যোগ করেন ট্রাম্প। 

মাস্ক জানান, ডিওজিই তাদের ওয়েবসাইটে সব ধরনের উদ্যোগের বিস্তারিত প্রকাশ করছে, যা স্বচ্ছতা নিশ্চিত করছে এবং তাকে জবাবদিহির আওতায় এনেছে।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

6h ago