ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃত ৫

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে। ছবি: রয়টার্স
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে। ছবি: রয়টার্স

ক্যালিফোর্নিয়ায় দাবানলের শক্তি ক্রমশ বাড়ছে। আগুন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত অন্তত পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ।

দমকলবাহিনী আরও জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলকর্মীরাও আগুন নিয়ন্ত্রণের কাজ করতে যেয়ে আহত হচ্ছেন। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আর যাতে কারও প্রাণ না যায়। কিন্তু পরিস্থিতি তেমন নয়। আরো প্রাণহানির আশঙ্কা আছে।'

বহু মানুষ এখনো আগুনে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই পরিস্থিতির মধ্যেই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনের কারণে পরিত্যক্ত বাড়িতে ঢুকে তারা চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ।

লস অ্যাঞ্জেলেসের দমকলপ্রধান অ্যান্টনি ম্যারন জানিয়েছেন, প্যালিসেডের অভিজাত এলাকার অন্তত এক হাজার বাড়ি ইতোমধ্যেই আগুনে জ্বলে গেছে।

সব মিলিয়ে পাঁচ হাজার একরেরও বেশি এলাকা এখন আগুনের কবলে। বস্তুত, লস অ্যাঞ্জেলেসের অন্তত চারটি অঞ্চলে আলাদা আলাদা করে আগুন লেগেছে। এবং প্রতিটি আগুনই নিয়ন্ত্রণের বাইরে। আগুন ক্রমশ ছড়াচ্ছে। শেরিফ জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো দমকলকর্মী লস অ্যঞ্জেলেসে নেই। 

মালিবু বিচের তীরের এই বাড়িটি দাবানলে পুড়ে যায়। ছবি: রয়টার্স
মালিবু বিচের তীরের এই বাড়িটি দাবানলে পুড়ে যায়। ছবি: রয়টার্স

শুধুমাত্র লস অ্যঞ্জেলেস থেকেই অন্তত এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে। দমকলপ্রধান জানিয়েছেন, হাওয়ার বেগ খুব বেশি, যে কারণে আগুন আরো দ্রুত ছড়াচ্ছে।

এদিকে প্যালিসেড অঞ্চলে বহু হলিউড স্টারের বাড়ি। বেন অ্যাফলেক, টম হ্যাঙ্কস, ম্যান্ডি মুররা এখানে থাকেন। মুরকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। মার্ক হামিল এবং জেমস উডকেও বাড়ি ছাড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও এখানে।

তাকেও বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যারিস এ মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে নেই।

এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন, আগুনের কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়তে শুরু করেছে, তাই সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন তিনি।

রয়টার্স, এপি, এএফপি

Comments

The Daily Star  | English
UN fact-finding report on July uprising

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

4h ago