সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা স্থগিত

সিরিয়া
সিরিয়ার কুনেত্রা প্রদেশের একটি গ্রামে দেশটির পতাকা উড়ছে। ছবি: এএফপি

সিরিয়ার ওপর দেওয়া কিছু নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, সিরিয়ার নতুন প্রশাসনকে ছয় মাসের জন্য জ্বালানি বিক্রি এবং অন্যান্য আনুষঙ্গিক লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে। আসাদের পতনের পর সিরিয়ায় 'মানবিক সহায়তা পৌঁছানোর' পথ সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বলেন, আসাদের 'নৃশংস ও দমনমূলক শাসনের অবসান ঘটার পর' দেশকে পুনর্গঠনের এক অনন্য সুযোগ এসেছে সিরিয়ার জনগণের সামনে।

এই পুনর্গঠন প্রক্রিয়ায় মার্কিন অর্থ মন্ত্রণালয় 'সিরিয়ায় মানবিক সহায়তা ও দায়িত্বশীল শাসনব্যবস্থাকে সমর্থন' দিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের মতো অসংখ্য অভিযোগে আসাদ সরকারের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসব পশ্চিমা নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে সিরিয়ার অর্থনীতিকে দুর্বল করে রেখেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ১৩ বছরের গৃহযুদ্ধের পর নতুন প্রশাসনের জন্য পুনর্গঠন প্রক্রিয়াও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আসাদ ক্ষমতাচ্যুত হলেও প্রায় সব নিষেধাজ্ঞা এখনো বহাল। ইইউ থেকে সম্প্রতি বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষা এবং (বিভিন্ন গোষ্ঠীর মাঝে) ক্ষমতা বণ্টন না করা পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে না।

সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চালু

সিরিয়ার নতুন প্রশাসনের জন্য আরেকটি ইতিবাচক অগ্রগতি হিসেবে আজ মঙ্গলবার থেকে দেশটিতে আবার আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইট মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। আর কাতার থেকে প্রথম ফ্লাইটটি দুপুরে অবতরণ করার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার প্রায় ১৩ বছর পর দামেস্কে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেয় কাতার এয়ারওয়েজ।

৮ ডিসেম্বর আসাদপন্থীরা বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আর কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি।

Comments

The Daily Star  | English

Govt to expedite hiring of 40,000 for public sector

The government has decided to expedite the recruitment of 6,000 doctors, 30,000 assistant primary teachers, and 3,500 nurses to urgently address the rising number of vacancies in key public sector positions.

7h ago