মাস্কের স্টারলিংককে পেছনে ফেলতে চীনের নতুন ৬জি স্যাটেলাইট প্রযুক্তি

ছবি: এএফপি

কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট–নির্ভর লেজার যোগাযোগে ইলন মাস্কের স্টারলিংককে ছাড়িয়ে যাওয়ার দাবি করেছে একটি চীনা প্রতিষ্ঠান।

বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি চ্যাং গুয়াংয়ের দাবি, তাদের কৃত্রিম উপগ্রহ গ্রাউন্ড স্টেশনে সেকেন্ডপ্রতি ১০০ গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছে।

আজ বৃহস্পতিবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চ্যাং গুয়াংয়ের লেজার যোগাযোগ গ্রাউন্ড স্টেশন প্রযুক্তি প্রধান ওয়াং হাংহাং দাবি করেন, এই পরীক্ষামূলক সাফল্যের মাধ্যমে তারা মাস্কের স্টারলিংকের চেয়েও এগিয়ে গেছে।

মাস্কের স্টারলিংক স্যাটেলাইট–নির্ভর লেজার যোগাযোগ ব্যবহার করেই ইন্টারনেট সেবা দিয়ে থাকে। চ্যাং গুয়াংয়ের এই পরীক্ষামূলক সাফল্য ভবিষ্যতে ৬জি ইন্টারনেট সেবার পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

'স্টারলিংকের লেজার প্রযুক্তি আন্তঃস্যাটেলাইট যোগাযোগে ব্যবহার করা হয়। কিন্তু স্যাটেলাইট থেকে গ্রাউন্ড যোগাযোগে তারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারেনি। তাদের কাছে হয়তো এ প্রযুক্তি আছে, কিন্তু আমরা ইতোমধ্যে বড় পরিসরে এটি ব্যবহার করা শুরু করে দিয়েছি,' যোগ করেন ওয়াং হাংহাং।

বিশ্বের বৃহত্তম সাব-মিটার বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট ব্যবস্থা জিলিন-১'র মালিক চ্যাং গুয়াং কোম্পানি। এই স্যাটেলাইট ব্যবস্থার অধীনে ১১৭টি কৃত্রিম উপগ্রহ রয়েছে।

ওয়াং হাংহাং জানান, জিলিন-১'এর সকল স্যাটেলাইটে লেজার যোগাযোগ ইউনিট স্থাপন করার পরিকল্পনা করা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে ৩০০ স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

1h ago