আলোকচিত্রে বিশ্বের বিভিন্ন স্থানের নতুন বছর উদযাপন

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় আলোক প্রদর্শনী ও আতশবাজি। ছবি: এএফপি

প্রতিবছরের মতো এবারও উৎসবের আমেজে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে সারা বিশ্বের মানুষ।

২০২৫ খ্রিস্টাব্দকে বিশ্বের কোন অঞ্চলে কীভাবে স্বাগত জানানো হয়েছে, চলুন দেখে নিই আলোকচিত্রে—

যুক্তরাষ্ট্র

স্ট্যাচু অব লিবার্টির উপর আতশবাজি। ছবি: এএফপি
নতুন বছরের প্রথম প্রহরে নিউইয়র্কের টাইমস স্কয়ারে কনফেত্তির উপর শুয়ে উদযাপন। ছবি: রয়টার্স

রাশিয়া

মস্কোতে প্রজ্বালিত রেড স্কয়ার। ছবি: এএফপি

চীন

বেলুন উড়িয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়েছে উহান। ছবি: সংগৃহীত
হংকংয়ের ভিক্টোরিয়া হারবার। ছবি: এএফপি

ইংল্যান্ড

নতুন বছরের প্রথম প্রহরে লন্ডন আই। ছবি: রয়টার্স
মধ্য লন্ডনের আকাশে আতশবাজি। ছবি: এএফপি

মিশর 

গিজার পিরামিডের উপর নতুন বছরের আতশবাজি। ছবি: সংগৃহীত

সিরিয়া

রাজধানী দামেস্কে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সিরীয় তরুণরা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া 

রাজধানী জাকার্তার আনকোল সৈকত থেকে আতশবাজি দেখছেন স্থানীয়রা। ছবি: এএফপি

থাইল্যান্ড

প্রার্থনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ব্যাংককের জনতা। ছবি: এএফপি
ব্যাংককের চাও ফ্রায়া নদীতে আতশবাজির জন্য নৌকা নিয়ে পর্যটকদের অপেক্ষা। ছবি: রয়টার্স

ইরাক

রাজধানী বাগদাদে আতশবাজি দেখতে জনতার ভিড়। ছবি: রয়টার্স

ভারত 

মুম্বাইয়ে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নতুন বছর উদযাপন। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়া 

সিডনির অপেরা হাউজের উপর আতশবাজি। ছবি: সংগৃহীত

ব্রাজিল

নতুন বছরের প্রথম প্রহরে রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে জনতার ঢল। ছবি: এএফপি
নতুন বছরকে স্বাগত জানাতে ক্রাইস্ট দ্য রিডিমারের পাদদেশে চার্চের অনুষ্ঠান। ছবি: এএফপি

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago