সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির

মোহাম্মদ আল-বশির। ছবি: এএফপি

বাশার আল আসাদের পতনের তিন দিনের মাথায় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার প্রধান বশিরের ইদলিব প্রদেশের বাইরে খুব একটা পরিচিতি নেই।

টেলিভিশনে এক বক্তব্যে বশির বলেন, তাকে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ পদে থাকবেন।

বাশার সরকারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে ঘনিষ্ঠ বশির ইদলিবের বিদ্রোহী প্রশাসনের দায়িত্বে ছিলেন।

এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-গোলানি গতকাল সোমবার  বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির সঙ্গে সরকার পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আল-জালালি এইচটিএসের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হন।

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। 

মোহাম্মদ আল-বশির বলেন, 'আজ আমরা মন্ত্রিসভার বৈঠক করেছি, বৈঠকে ইদলিব ও এর আশেপাশের এলাকার সালভেশন এসজিএসের প্রতিনিধি এবং ক্ষমতাচ্যুত সরকারের লোকজন ছিল। তত্ত্বাবধায়ক সরকারের কাছে নথিপত্র ও প্রতিষ্ঠান হস্তান্তরের শিরোনামে এ বৈঠক হয়।'

মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান মনোনীত করা হয়।

এর আগে তিনি এসএসজির উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী ছিলেন।

সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

10m ago