সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা, কে হবেন প্রধান

মোহাম্মদ আল-বশির। ছবি: এএফপি

সিরিয়ায় বিদ্রোহীদের সামরিক অভিযানে প্রেসিডেন্ট বাশার আল–আসাদ পালিয়ে যাওয়ার দুই দিন পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে বিদ্রোহীরা। 

বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল-গোলানি একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছেন।

এ বিষয়ে তিনি ইতোমধ্যে পতিত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অপরদিকে, আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে যে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন আরেক বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-বশির।

বশির বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন।

তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান মনোনীত করা হয়।

এর আগে তিনি এসএসজির উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী ছিলেন।

সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।

এদিকে, সিরিয়ানদের 'স্বাধীনতা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা' অর্জনে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি হামাস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিন ইস্যু ও প্রতিরোধে সিরিয়া তার ঐতিহাসিক ও প্রধান ভূমিকায় ফিরে আসবে বলে হামাস আশা করছে।

Comments

The Daily Star  | English
IMF team visit to review loan for Bangladesh

IMF offers extra $1b for reforms

The International Monetary Fund (IMF) has offered an additional $1 billion to Bangladesh but the government is pushing for at least $2 billion to implement the interim government’s reform agenda, narrow the deficit in the current account and shore up the dollar stockpile.

7h ago