বিদ্রোহী নেতার সঙ্গে যোগাযোগ, অবাধ নির্বাচনের আহ্বান সিরিয়ার প্রধানমন্ত্রীর

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি বলেছেন, জনগণের পছন্দের নেতৃত্ব ঠিক করতে সিরিয়ায় অবাধ নির্বাচন হওয়া উচিত।

আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-আরাবিয়ার সঙ্গে এক সাক্ষাতকারে মোহাম্মদ জালালি জানান, সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে তিনি বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল-গোলানির সঙ্গে যোগাযোগ করেছেন।

যেভাবে পতন হল বাশারের

হায়াত তাহরির আল-শাম ও তুরস্কের সমর্থনপুষ্ঠ বিদ্রোহিরা আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে ২৭ নভেম্বর উত্তরের আলেপ্পো শহরে বড় আকারে আগ্রাসন শুরু করে।

অল্প সময়ের মধ্যেই তিন গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, হামা ও হোমস শহরের পতন ঘটে। বিশেষত, হোমসের পতনে দিশেহারা হয়ে পড়েন আসাদ।

হোমসের পতনেই আসাদের নিয়তি নির্ধারণ হয়। কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মধ্য দিয়েই আসাদের মূল শক্তির কেন্দ্র থেকে দামেস্কের যোগাযোগ ছিল। হোমস হাতছাড়া হওয়ায় রুশ মিত্রদের নৌ ও বিমানঘাঁটির সঙ্গে দামেস্ক কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিদ্রোহীদের আগ্রাসনে এই শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার। এরপর বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে নেয়। দামস্কের দিকে এইচটিএসের সেনাদের এগিয়ে আসার খবরে ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার।
 

Comments