‘ইসরায়েলে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করবে না ইরান’

ছবি: রয়টার্স

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে আক্রমণ চালাতে পারে ইরান— ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমের এমন খবর উড়িয়ে দিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।

আজ শুক্রবার ইরানের বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

কুর্দি নেটওয়ার্ক জাগ্রোসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুয়াদ বলেন, 'পশ্চিমা গণমাধ্যম যেমন দাবি করেছে, ইরান আমাদের ভূখণ্ড ব্যবহার করে দখলদার দেশে (ইসরায়েলে) হামলা করবে। এমন কোনো লক্ষণ আমরা দেখছি না।'

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাদের পক্ষে নতুন একটি যুদ্ধে যোগ দেওয়া সম্ভব না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও ইরাকি প্রধানমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করেন ফুয়াদ।

গত ১ অক্টোবর ইসরায়েলের উদ্দেশ্যে ২০০ মিসাইল ছোড়ে ইরান। যার জবাবে ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল।

এরপর গত সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিতে পারে ইরান।

Comments