ভারতে উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৬

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ৩৬। ছবি: সংগৃহীত
উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ৩৬। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরা জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কর্মকর্তারা আশংকা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

এ পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে।

পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Mohamed al-Bashir appointed PM of Syrian interim govt

Mohamed al-Bashir has been appointed caretaker prime minister of the transitional Syrian government until March 1, 2025, he said in a televised statement on Tuesday

1h ago