সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
ঢাকার সাভারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন।
আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাভারের বনগাঁ ইউনিয়নের গান্দারিয়া এলাকার মজিবর রহমান, নাজিমুদ্দিন ও ইব্রাহিম।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মজিবুর রহমানের ভাগিনা শাহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর আড়াইটার দিকে বলিয়ারপুর এলাকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারে চালকসহ ৫ জন ছিলেন। তাদের মধ্যে তিন জন মারা যান। দুইজন গুরুতর আহত হয়েছে।'
ওসি সাওগাতুল আলম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
Comments