বৈরুতে এক রাতে ৩০ দফা ইসরায়েলি বিমান হামলা

লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই রাতটিকে বৈরুতের সবচেয়ে ‘সহিংস রাত’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ।
বৈরুতের দক্ষিণ শহরতলীতে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স
বৈরুতের দক্ষিণ শহরতলীতে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স

ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলীতে রাতভর হামলা চালিয়েছে। এ সময় প্রায় ৩০ দফা বিমান হামলা চালায় দেশটি। এই হামলার শব্দ পুরো বৈরুতজুড়ে শোনা গেছে।

আজ রোববার লেবাননের সংবাদমাধ্যম এনএনএর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।  

লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই রাতটিকে বৈরুতের সবচেয়ে 'সহিংস রাত' হিসেবে আখ্যায়িত করেছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ।

দাহিয়েহ নামের শহরতলী এখন কালো ধোঁয়ার চাদরে ঢেকে আছে। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

বৈরুতের দক্ষিণ শহরতলীতে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স
বৈরুতের দক্ষিণ শহরতলীতে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স

ইসরায়েলের দক্ষিণ শহরতলী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। এ কারণেই সেখানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত সপ্তাহে এখানে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে আইডিএফ।

এরপর তার সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিএদ্দিনের ওপর হামলা চালায় ইসরায়েল।

সাফিএদ্দিনের সঙ্গে শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। লেবাননের একটি নিরাপত্তা সূত্র গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। হাশেম সাফিএদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন।

এদিকে হামলার পর থেকে সাফিএদ্দিনের অবস্থা নিয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago