এবার ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হুতিদের কাছে বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। ফাইল ছবি :সংগৃহীত
হুতিদের কাছে বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। ফাইল ছবি :সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের 'ভেতরে' ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আজ বুধবার এএফপির প্রতিবেদনে হুতিদের সশস্ত্র বাহিনী বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

ইরান সমর্থিত সংগঠনটি গতকাল তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর আজ ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে।

একদিন আগেই ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিসটিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।

শুরুতে গাজায় সীমাবদ্ধ থাকলেও প্রায় ১১ মাস ব্যাপী এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

হুতিদের বিবৃতিতে বলা হয়, 'ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জায়োনিস্ট শাসকের (ইসরায়েল) বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের লক্ষ্য ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরের সামরিক অবকাঠামো। এই হামলায় তিনটি কুদস ৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।'

'ক্ষেপণাস্ত্রগুলো সফল ভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এসব জায়গায় শত্রুপক্ষ গোপনে সামরিক কার্যক্রম চালাচ্ছিল', বিবৃতিতে আরও বলা হয়।

হুতিদের এই হামলা কখন হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত সপ্তাহে হুতিরা তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এর জবাবে গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরসহ ইয়েমেনের অন্যান্য অংশে বিমান হামলা চালায় ইসরায়েল।

হুতিরা প্রায় এক দশক ধরে ইয়েমেনের একটি বড় অংশে আধিপত্য বিস্তার করছে। সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধচারণকারী 'অ্যাক্সিস অব রেজিসট্যান্সের' অন্যতম সদস্য।

নভেম্বর থেকে শুরু করে হুতিরা লোহিত সাগরের উপকূল ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজের ওপর হামলা চালিয়ে এসেছে। ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে তারা এসব হামলা চালানোর দাবি করেছে।

Comments

The Daily Star  | English
Muhammad Yunus speech COP29

Need to mobilise youth power for new civilisation: Yunus at COP29

The chief adviser highlighted the fact that the climate crisis is intensifying

3h ago