ইরান আমার জীবনের প্রতি ‘বড় হুমকি’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দেড় মাসেরও কম সময় বাকি থাকতে আজ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার জীবনের ওপর ইরানের তরফ থেকে বড় আকারে হুমকি রয়েছে।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৫ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
সম্প্রতি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল জানিয়েছে, ট্রাম্পকে মার্কিন গোয়েন্দা বাহিনী তেহরানের পক্ষ থেকে 'বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট' হুমকির বিষয়ে হুশিয়ারি দিয়েছে।
ট্রাম্প বলেন, 'ইরানের তরফ থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সেনাবাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অপেক্ষা করছে।'
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, 'ইরান ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে যা ব্যর্থ হয়েছে। কিন্তু তারা আবারও চেষ্টা করবে। আমার চারপাশে এখন এত বেশি মানুষ, বন্দুক ও অস্ত্র যা এর আগে আমি কখনোই দেখিনি।'
Comments