দ্বিতীয় বিতর্কে রাজি কমলা, ট্রাম্পের নাকচ
নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে আগামী ২৩ অক্টোবর ট্রাম্প-কমলার মধ্যকার দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেটের আমন্ত্রণ জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস সায় দিলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব নাকচ করেছেন।
আজ রোববার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
১০ সেপ্টেম্বর প্রথম টিভি বিতর্কের পর এতে নিজেকে জয়ী দাবি করেছিলেন ট্রাম্প। তখনই আর কোনো বিতর্কে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, সিংহভাগ ভোটার সেপ্টেম্বরের বিতর্কে কমলাকে এগিয়ে রেখেছেন।
শনিবার এক নির্বাচনী র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প উল্লেখ করেন, আরেকটি টিভি বিতর্কের সময় এখন নেই।
'অনেক জায়গায় ভোট দেওয়া শুরু হয়ে গেছে। হ্যারিস আরেকটি বিতর্ক চাইছে কারণ তিনি (নির্বাচনে) বাজেভাবে হারতে যাচ্ছেন', বলেন ট্রাম্প।
কমলার শিবির থেকে বলা হয়েছে, যেহেতু সাবেক প্রেসিডেন্ট দাবি করছেন তিনি প্রথম বিতর্কে জয়ী হয়েছেন, দ্বিতীয় বিতর্কের প্রস্তাবও তার গ্রহণ করা উচিত। মাত্র একটি বিতর্কের পর নির্বাচনে যাওয়াকে 'নজিরবিহীন' বলেও উল্লেখ করেছে তারা।
Comments